State

ফিরছে ঠান্ডার আমেজ, কতদিন থাকবে এই অনুভূতি, মিলল পূর্বাভাস

বৃহস্পতিবার সকালে ঠান্ডা হাওয়ার দাপট ছিল। ফের একটা আলতো ঠান্ডার আমেজ ফিরেছে। আরও কতটা ঠান্ডা বাড়বে। কি বলছে আবহাওয়া দফতর।

শীত কি তার শেষ ইনিংসটা চালিয়ে না হলেও একটা ধ্রুপদী ছন্দে খেলে ফিরবে? অন্তত মাঘের প্রায় শেষের দিকে পৌঁছে তেমনই ইঙ্গিত পাওয়া গেল। আবহাওয়া দফতর জানাচ্ছে আগামী ২ দিনে ঠান্ডার পরশ আরও বাড়বে।

আগামী ২ দিনে পারদ ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত নামতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। আর যদি ২ দিনে ৫ ডিগ্রি পর্যন্ত পতন হয় পারদে তাহলে ফের নতুন করে একটা ঠান্ডার অনুভূতি জড়িয়ে ধরবে।


আবহাওয়া দফতর আরও জানাচ্ছে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত সেই আবহাওয়া বজায় থাকবে। ১১ ফেব্রুয়ারি থেকে ফের গরম বাড়তে শুরু করবে।

তারপর ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়বে পারদ। তবে তার আগে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত একটা ঠান্ডার আলগা স্পেল কিন্তু পেতে চলেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলি।


উত্তরবঙ্গের জেলাগুলি, বিশেষত হিমালয় লাগোয়া জেলাগুলির জন্যও একই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সেখানেও আগামী ২ দিনে ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত পারদ পতনের সম্ভাবনা।

১১ ফেব্রুয়ারি থেকে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত ফের পারদ চড়বে। পারদের এই ওঠানামা দিয়েই এবারের শীত বিদায় নিতে চলেছে। এটা পরিস্কার হয়ে গেছে সকলের কাছে।

এরপর বসন্ত ও আবার এক অসহ্য গরমের জন্য মানসিকভাবে তৈরি হতে হবে। তার আগে অবশ্য এই বাকি কটাদিন আলতো শীত হলেও তা চুটিয়ে উপভোগ করতে চাইছেন সকলে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button