উত্তরবঙ্গের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আবার বঙ্গোপসাগরের ওপরও রয়েছে আর একটি ঘূর্ণাবর্ত। এই দুয়ের জোড়া ফলায় মাঘের শেষে বৃষ্টির সম্ভাবনা উস্কে দিয়েছিল খামখেয়ালি আবহাওয়া। ফেব্রুয়ারি পড়তেই শুরু হয়েছিল পারদের উর্ধ্বগতি। বাতাসে প্রচুর জলীয় বাষ্প ঢুকছিল। বৃহস্পতিবার সকাল থেকে আকাশ ছিল মেঘে ঢাকা। হাওয়া অফিসের পূর্বাভাস ছিল যা পরিস্থিতি তাতে সপ্তাহের শেষে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি না হলেও বৃষ্টি হবে হাল্কা থেকে মাঝারি। কিন্তু এদিন পূর্বাভাসে বদল আনল হাওয়া অফিস। সপ্তাহ শেষে বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস তুলে নিল তারা। বরং হাওয়া অফিস জানিয়ে দিয়েছে কোনও বৃষ্টি হবে না।
আবহাওয়া যে মতিগতি পাল্টেছে তা শুক্রবার সকালেই বোঝা গিয়েছিল। আকাশ ছিল পরিস্কার। রোদ ঝলমল। যে মেঘলা আকাশ একদিন আগেও ছিল, তা শুক্রবার উধাও। ফলে খনার বচন মেনে মাঘের শেষে বৃষ্টি বোধহয় আর হল না।