মাঘের শেষে বৃষ্টি হবে হবে করেও হয়নি। বরং তরতরিয়ে তাপমাত্রার পারদ চড়েছে। যার জেরে এই ভরা বসন্তেও দুপুরে রোদে থাকা দায় হচ্ছে। কিছুক্ষণ রাস্তায় কাটালে ঘাম ঝরছে। সেই অবস্থা থেকে কিছুটা হলেও চলতি সপ্তাহের মাঝামাঝি রেহাই মিলেছিল উত্তরবঙ্গের কয়েকটি জায়গায়। সেখানে বৃষ্টি হয়েছিল। দক্ষিণবঙ্গে কিন্তু সে অর্থে বৃষ্টির দেখা মেলেনি। তবে বিহার থেকে অসম পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপের প্রভাবে গত সোমবার ভোররাতে ঝোড়ো হাওয়ার সঙ্গে কিছুটা হলেও বৃষ্টি পেয়েছিল দক্ষিণবঙ্গ। কলকাতাতেও সামান্য ঝিরঝিরে বৃষ্টি পেয়েছিলেন মানুষজন। তবে তা সামান্যই। গত সোমবার বেলা বাড়ার পর সেই আবহাওয়া উধাও হয়ে গিয়েছিল।
সপ্তাহের শেষে এসে ফের নতুন করে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প হুহু করে ঢুকতে শুরু করেছে রাজ্যে। ফলে তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ। যা থেকে আগামী সোম ও মঙ্গলবার রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। চৈত্র, বৈশাখে কালবৈশাখী হয় এ বঙ্গে। ফাল্গুনের মাঝামাঝি পার করে সোম বা মঙ্গলবার বৃষ্টি হলে কী তা ঝোড়ো হাওয়া নিয়ে আসবে? কালবৈশাখী হবে? কালবৈশাখী হবে কিনা তা নিশ্চিত করে পূর্বাভাসে না বললেও শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।