
গত বৃহস্পতিবার কালবৈশাখীর পূর্বাভাস থাকলেও ঝোড়ো হাওয়াতেই দুধের স্বাদ ঘোলে মিটেছে রাজ্যবাসীর। শুক্রবারও ঝড়, বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিহার থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। ছত্তিসগড়ের ওপর অবস্থান করছে ঘূর্ণাবর্ত। ফলে রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। যার জেরে শুক্রবারও সকাল থেকে মেঘ রোদের খেলা চলছে। দুপুরের পর থেকে মেঘের দাপট বৃদ্ধি পায়। যদিও দুপুর বিকেল পর্যন্ত কলকাতায় ঝড়, বৃষ্টি হয়নি। তবে সন্ধের পর সম্ভাবনা রয়েছে বলেই পূর্বাভাস। আপাতত সেই প্রতীক্ষায় সকলে।
অনেকেরই শুক্রবার সন্ধে নামলেই উইকএণ্ড শুরু। ফলে একটা আমেজি সপ্তাহান্ত কাটাতে তাঁরা সন্ধের পর বৃষ্টি বাদলা চাইছেন বৈকি। আরে গরম থেকে তো রেহাই মিলবে। সারা সপ্তাহের খাটনির পর সপ্তাহ শেষের ছুটিটা জমিয়ে কাটানো তো যাবে!