গত শনিবারের পর রবিবারও সন্ধের পর ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের ওপর সক্রিয় একটি ঘূর্ণাবর্ত। বাতাসে ঢুকে পড়েছে প্রচুর জলীয় বাষ্প। ফলে ঝড়বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। রবিবার বৃষ্টি হলে সপ্তাহান্তের শেষ দিনটাও চুটিয়ে উপভোগ করতে পারবেন মানুষজন।
শনিবারের ঝড়বৃষ্টি আবহাওয়ার ভোল বদলে দিয়েছে। শনিবার রাতে দারুণ ঘুম হয়েছে শহরবাসীর। গরম থেকে মিলেছে অনেকটা রেহাই। সকালে ভাল রোদ উঠলেও একটা ঠান্ডা হাওয়া ছিল। প্রাণান্তকর গরম যাকে বলে, চৈত্র শেষের সেই গরম নেই। আবহাওয়া বেশ মনোরম। রবিবার যদি রাতে বৃষ্টি হয় তাহলে কাজের সপ্তাহ শুরুর আগের রাতটা তোফা ঘুমে কাটবে শহরবাসীর।