রবিবার পূর্বাভাস থাকলেও ঝড়-বৃষ্টি হয়নি। সোমবারও কিন্তু একই পূর্বাভাস রয়েছে। সোমবারও বিকেলের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পশ্চিমবঙ্গের দক্ষিণাংশের ওপর দিয়ে একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তর ভারত পর্যন্ত বিস্তৃত রয়েছে। তাছাড়া বাংলাদেশের ওপরও অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। ফলে দক্ষিণবঙ্গের অনেক জায়গাতেই সকাল থেকে মেঘ রোদের খেলা চলছে।
একটা গুমোটভাবও প্রকট। আবার মাঝেমধ্যে ঠান্ডা হাওয়া দিচ্ছে। বাতাসে ঢুকে পড়েছে প্রচুর জলীয় বাষ্প। এই অবস্থায় সোমবার সন্ধের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মানুষও তাই চাইছেন। গুমোট ভাব থেকে মুক্তি পেতে কাজের শেষে একটা মন ভাল করা বৃষ্টি চাইছেন তাঁরা।