শনিবারের পর রবিবারও কলকাতায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও। অসম থেকে ওড়িশা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। যার জেরে রবিবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ প্রধানত মেঘলা হয়ে রয়েছে। মাঝেমধ্যে রোদের দেখা মিলছে। কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হচ্ছেনা। মেঘ থাকায় মাথার ওপর ঝাঁঝাঁ করা রোদের প্রকোপটা কম। কিন্তু অস্বস্তি বজায় রয়েছে যথেষ্টই। ঘামও হচ্ছে। ফলে মেঘের আনাগোনা গরমের অনুভূতিতে লাগাম দিতে পারেনি। কেবল রোদ থেকে কিছুটা হলেও রেহাই দিয়েছে।
এদিকে করমণ্ডল উপকূল জুড়েই মৎস্যজীবীদের সোমবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করেছে হাওয়া অফিস। ফলে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুর উপকূল জুড়ে মৎস্যজীবীরা সমুদ্রে যাচ্ছেননা। পর্যটকদেরও সমুদ্রে নামাতে নিষেধ করা হয়েছে। শনিবার থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে অনেক জায়গায় ওয়াটার স্পোর্টস। অনেকর জায়গায় সমুদ্র যথেষ্ট উত্তাল।