সন্ধে নামলেই ঝোড়ো হাওয়া। সঙ্গে বৃষ্টি। কোথাও কম, কোথাও বেশি। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা গত বৃহস্পতি ও শুক্রবার এমন আবহাওয়াই পেয়ে এসেছে। শনিবারও একই পূর্বাভাস রয়েছে তাদের জন্য। কলকাতায় বৃহস্পতিবার ভাল বৃষ্টি হলেও শুক্রবার ঠান্ডা ঝোড়ো হাওয়াই দিয়েছে বেশি। বৃষ্টি পড়েছে টিপটাপ। শনিবার কিন্তু ৫০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে। সঙ্গে ভাল বৃষ্টি। শুধু কলকাতা নয় এই পূর্বাভাস রয়েছে গোটা দক্ষিণবঙ্গের জন্য।
শনিবার সকাল থেকেই কলকাতায় রোদ মেঘের লুকোচুরি অব্যাহত। পারদও ভয়ংকর কিছু নয়। গরম বরং শেষ ২ দিনের আবহাওয়ার দাপটে বেশ কিছুটা কম। রোদ কম থাকায় কষ্টও হচ্ছে কম। আর তারপর যদি শনিবাসরীয় সন্ধেয় বৃষ্টি নামে তবে তো সপ্তাহান্তের ক্লান্তি মুছে যাবে নিমেষে।
শনিবার কলকাতায় দুপুরে বৃষ্টি না হলেও দুর্গাপুর সহ সংলগ্ন এলাকায় ভাল বৃষ্টি হয়েছে। ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুরুলিয়া, ২ বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনায়।