উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে। দফায় দফায় সেখানে বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গে এদিন ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস। শুক্রবার সকাল থেকে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কোচবিহারে। কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে অন্য জেলাগুলিতেও। অন্যদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও সকাল থেকেই মেঘ রোদের খেলা অব্যাহত। হাওয়া অফিসের পূর্বাভাস শুক্রবার বিকেলের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে পরপর ঘূর্ণাবর্ত, নিম্নচাপ অক্ষরেখার দাপটে বৈশাখের তীব্র দাবদাহ থেকে রেহাই মিলেছে মানুষের। চাঁদিফাটা রোদ আর ঘামের হাত থেকে কিছুটা হলেও মুক্তি মিলেছে। গরমকালের তুলনায় আবহাওয়া বেশ মনোরমই। আর যেদিন বৃষ্টি হচ্ছে সেদিন তো রাতের তাপমাত্রা অনেকটাই পড়ে যাচ্ছে। তুলনামূলকভাবে কম থাকছে পরের দিনের তাপমাত্রাও।