গ্রীষ্মের দিন ফুরিয়ে এল। মে মাসের প্রায় শেষ। আর বাংলায় সাধারণত ধরা হয় জুনের ৮ তারিখ থেকে বর্ষা নামে। এই অবস্থায় মে মাসের শেষ থেকেই আন্দামানে পৌঁছে যায় বর্ষা। এবারও তার অন্যথা হচ্ছেনা। হাওয়া অফিস জানাচ্ছে আগামী ২ দিনের মধ্যেই আন্দামানে বর্ষা প্রবেশ করবে। অন্যদিকে মৌসম ভবন আগেই পূর্বাভাস দিয়েছিল কেরলে বর্ষা ঢুকতে পারে আগামী ২৯ মে। ফলে বর্ষার দিন আগতপ্রায়। এবার বেশি বা কম বলে নয়, স্বাভাবিক বর্ষার পূর্বাভাসই দিয়েছে হাওয়া অফিস।
এদিকে কলকাতার আকাশে মেঘের সঞ্চার হয়েই চলেছে। মাঝেমধ্যে বৃষ্টিও হচ্ছে। তবে আবহবিদরা মনে করছেন স্থানীয়ভাবে কলকাতার আকাশে মেঘের সঞ্চার হচ্ছে এখন। আর মেঘ থাকলেও তা থেকে বড় একটা বৃষ্টির সম্ভাবনা কমই। শুক্রবারও কলকাতার আকাশ কিন্তু সকালের পর মেঘেই ঢাকা ছিল। ফলে চড়া গরমের হাত থেকে রেহাই পেয়েছেন শহরবাসী।
কলকাতার আকাশে মেঘ জমে কিন্তু একটা উপকার হয়েছে। জ্যৈষ্ঠের প্রবল দাবদাহ থেকে মুক্তি পেয়েছেন শহরবাসী। চাঁদিফাটা রোদটাও নেই। ঘাম হচ্ছে ঠিকই। তবে তাও এমন নয় যে একেবারে শরীরের সব জলটুকু শুষে নিচ্ছে। এমন করে বৈশাখ, আর তারপর জ্যৈষ্ঠের প্রায় মাঝামাঝি পৌঁছতে চলল শহর। এখনও যাকে প্রাণান্তকর গরম বলে তার সম্মুখীন হতে হয়নি শহরবাসীকে। আর এবার তো বর্ষার ঢাকে কাঠি পড়েই গেল। ফলে এবারের গ্রীষ্মটা তালেগোলে কখনও নিম্নচাপ, কখনও ঘূর্ণাবর্ত, কখনও আঞ্চলিক মেঘে মন্দ কাটল না সকলের।