উত্তরবঙ্গের ৫ জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার। এই ৫ জেলায় আগামী ৫ দিন অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। কার্যত একে সতর্কবার্তাই বলা যেতে পারে। দক্ষিণবঙ্গে অতটা বৃষ্টি না হলেও উপকূলবর্তী জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টি চলবে আগামী ৩ দিন। মেঘে ঢাকা থাকবে আকাশ। কারণ এই সময়ে মৌসুমি বায়ু অত্যন্ত সক্রিয় অবস্থা অবস্থান করছে।
হাওয়া অফিসের পূর্বাভাস মত কিন্তু আগামী ৩ দিন শহরবাসীর বৃষ্টির হাত থেকে রেহাই মেলার কোনও তেমন সম্ভাবনা নেই। তবে যেটুকু বোঝা যাচ্ছে সোমবার যেমন ভাবে সারাদিন ঝিরঝির করে বৃষ্টি পড়েছে। তেমনই বৃষ্টি চলবে। তারজন্য যাতায়াতে যেটুকু সমস্যা হওয়ার হবে। রাস্তা প্যাচপ্যাচ করবে কাদায়। এদিকে বৃষ্টির পূর্বাভাসে তৈরি রয়েছে কলকাতা পুরসভার কন্ট্রোল রুম। শহরের সর্বত্র জলযন্ত্রণার পরিস্থিতির দিকে নজর রাখছেন কন্ট্রোল রুমের আধিকারিকরা।