সোমবারের পর মঙ্গলবার সকাল থেকে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গে অনেকটাই কমেছে বৃষ্টি। বেলা বাড়লে কলকাতায় অনেক জায়গায় রোদেরও দেখা মেলে। এর কারণ ছিল বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট নিম্নচাপের বাংলাদেশের দিকে চলে যাওয়া। কিন্তু সেই ঘূর্ণাবর্ত ফের মুখ ঘুরিয়ে ফিরছে পশ্চিমবঙ্গের দিকে। দুপুরের পর থেকেই সে ফের রাজ্যের দিকে ধেয়ে আসতে শুরু করেছে। এর জেরে উপকূলবর্তী জেলাগুলিতে মঙ্গলবার রাত থেকে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সেইসঙ্গে কলকাতাতেও রাত নামলে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে এখনও বৃষ্টি প্রাবল্য না বাড়ালেও আগামী ২ দিনের মধ্যে সেখানেও প্রবল বৃষ্টি শুরু হবে বলেই মনে করছেন আবহবিদেরা। ফলে উত্তরবঙ্গের মানুষও সমস্যায় পড়তে পারেন।