বাংলা ও ওড়িশা সীমান্তে প্রবল নিম্নচাপের প্রভাবে শনিবার থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। কলকাতায় কখনও থামছে বৃষ্টি। তো কখনও আকাশের ঘনঘটা বেড়ে বৃষ্টি নামছে। তবে অতি ভারী বর্ষণ যাকে বলে তা হয়নি। ফলে রাস্তাঘাট জলে ভিজলেও জলে ভরেনি। মানুষের সমস্যার কারণ হয়নি।
মাঝে বেশ কিছুদিন রোদ ছিল কড়া। শ্রাবণেও বৃষ্টির তেমন দেখা মিলছিলনা। সেই অবস্থা কেটে মানুষকে স্বস্তি দিয়ে নিম্নচাপের হাত ধরে শনিবার থেকে নেমেছে বৃষ্টি। ছুটির দিনে অবশ্য যে বৃষ্টি উপভোগ্য হয়, কাজের দিনে সেই বৃষ্টিই চরম সমস্যার কারণ হয়। তাই সকলেই চাইছেন সোমবারও এমন পরিস্থিতি না থাকুক। যদিও পূর্বাভাস বলছে বৃষ্টি রবিবারই বিদায় নিচ্ছেনা। নিম্নচাপ দুর্বল না হওয়া পর্যন্ত বৃষ্টি চলবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বজায় থাকবে বলই মনে করছেন আবহবিদেরা। উপকূলীয় এলাকায় বৃষ্টির পরিমাণ বেশি হবে। এদিকে বৃষ্টির জেরে কার্যত রবিবার একটা দারুণ ছুটিতে মাতোয়ারা গোটা দক্ষিণবঙ্গের মানুষ।