বৃষ্টি তেমন না হলেও আকাশ কিন্তু মেঘলা। রোদের দেখা নেই। কখনও-সখনও নামছে বৃষ্টি। দু-এক পশলা হচ্ছে। তারপর বন্ধ হয়ে যাচ্ছে। এমনই অবস্থা গোটা সপ্তাহান্তটা বজায় থাকবে। বৃষ্টি শুক্রবারের পর বাড়তে পারে কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলিতে। এমনই পূর্বাভাস দিল হাওয়া অফিস। মৌসুমি অক্ষরেখা প্রবলভাবে সক্রিয় থাকায় শ্রাবণের ধারা গ্রাস করেছে গোটা বঙ্গকে। দক্ষিণবঙ্গের ওপর অবস্থান করছে ২টি মৌসুমি অক্ষরেখা। একটি বিহার থেকে শিলচর পর্যন্ত বিস্তৃত। অন্যটি বিহার থেকে পশ্চিমবঙ্গ হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তার ওপর দোসর হয়েছে বাংলাদেশের ওপর অবস্থিত একটি ঘূর্ণাবর্ত। তার জেরে এখন রাজ্য জুড়েই ভরা বর্ষা। হাওয়া অফিস জানাচ্ছে শুক্রবার থেকে উপকূলবর্তী জেলা ও কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া গোটা দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টি চলবে। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও।
এদিকে নতুন করে একটি নিম্নচাপ বঙ্গোপসাগরের ওপর সৃষ্টি হচ্ছে। নিম্নচাপ ঘনীভূত হওয়ার পর যদি তা পশ্চিমবঙ্গের অভিমুখে যাত্রা শুরু করে তবে সামনের সপ্তাহে ফের ভারী বৃষ্টির কবলে পড়তে পারে রাজ্য।