প্রধানত রোদ ঝলমলে আকাশ। মাঝেমধ্যে টুকটাক বৃষ্টি। এমনভাবেই কাটছিল শহর কলকাতা সহ আশপাশের জেলাগুলোর। শ্রাবণের শেষ থেকে ভাদ্রের শুরু, বৃষ্টি কিন্তু তেমন একটা হয়নি। পশ্চিমাঞ্চলে কিছুটা বৃষ্টি হয়েছিল। আর বৃষ্টি পেয়েছে উত্তরবঙ্গ। এবার কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর থাকা একটি ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তিশালী হচ্ছে। ফলে তা থেকে বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে বৃষ্টি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বলে পূর্বাভাস রয়েছে। রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে অবশ্য বৃষ্টি হবে সক্রিয় মৌসুমি অক্ষরেখার কারণে।
এছাড়াও দেশের ভিন্ন রাজ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঝাড়খণ্ড, বিহার, মধ্যপ্রদেশের একাংশ, উত্তরাখণ্ড, কর্ণাটকের একাংশ, উত্তরপ্রদেশের একাংশে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এখন এই বৃষ্টি যদি অতি প্রবল আকার নিয়ে কোনও প্রাকৃতিক বিপর্যয় না ঢেকে আনে তবে কিন্তু সপ্তাহ শেষে অল্প বৃষ্টি ছুটির আমেজটা আরও বাড়িয়ে দেবে। আপাতত সেই আশায় কলকাতাবাসীও।