দুর্গাপুজো শেষে শহর জুড়ে কেমন যেন অন্ধকার নামে। সেই অন্ধকার ফের মুছে দেয় দীপাবলির রোশনাই। কালীপুজোকে কেন্দ্র করে গোটা শহর আলোয় আলোয় ভরে ওঠে। আলোর উৎসবে আলোর রোশনাই, আতসবাজির রোশনাই নতুন করে ফের মাতিয়ে তোলে বাঙালিকে। মাতিয়ে তোলে উৎসবের আনন্দে। আর উৎসব মানেই প্রাণখোলা আনন্দ। যদিও সেই আনন্দ মুছে দিতে পারে আবহাওয়া। বৃষ্টি নামলে উৎসবে জল ঢালতে সময় লাগবে না। এবছর হবে হবে করেও কোনওক্রমে রেহাই মিলেছে দুর্গাপুজোর। বৃষ্টি নেমেছিল একদম দশমীর সন্ধেয়। কিন্তু কালীপুজোয় তেমনটা নাও হতে পারে।
আবহাওয়া দফতর জানাচ্ছে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূল বরাবর একটি নিম্নচাপ অক্ষরেখা ক্রমশ ঘনীভূত হচ্ছে। যার জেরে ওই ২ রাজ্যে তো বৃষ্টি হবেই। সেইসঙ্গে রেহাই পাবেনা পশ্চিমবঙ্গও। পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বেশি বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কমবেশি বৃষ্টি হবে। যে তালিকায় রয়েছে কলকাতারও নাম। ফলে কালীপুজোর মুখে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট।
আবহবিদেরা জানাচ্ছেন আগামী শুক্র ও শনিবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। কালীপুজো আগামী রবিবার। ওদিনের আগেই যদি বৃষ্টি থেকে রেহাই মিলেও যায় তাহলেও কালীপুজোর প্রস্তুতির শেষ লগ্নে বৃষ্টি বড় সমস্যার কারণ হতে পারে। সেইসঙ্গে এখন দীপাবলির উৎসবের সঙ্গে দেওয়ালি মিলেমিশে একাকার হয়ে গেছে। ধনতেরাস থেকেই শুরু হয়ে যায় উৎসব। যা শেষ হয় ভাইফোঁটা দিয়ে। এরমধ্যে বৃষ্টির ভ্রুকুটি কিন্তু থেকেই যাচ্ছে।