ফের বৃষ্টির ভ্রুকুটি
বৈশাখ মাসের গরম সে অর্থে ভোগ করতে হয়নি রাজ্যবাসীকে। দফায় দফায় ঘূর্ণাবর্তের জেরে ঝড়বৃষ্টি আবহাওয়াকে ঠান্ডাই করে রেখেছে। ফের বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।
একটি নিম্নচাপ ক্রমশ ঘনীভূত হচ্ছে আন্দামান সাগরে। সেটি আরও ঘনীভূত হয়ে যাওয়ার কথা মায়ানমারের দিকে। তার জেরেই পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশের জেলাগুলিতে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। ফলে বুধবার মেঘ কেটে যে রোদ দেখা গিয়েছে তা ফের একবার মেঘে ঢাকা পড়ার সম্ভাবনা রয়েছে। তার জেরে সপ্তাহের শেষের দিকে ঝড় বৃষ্টি হতে পারে। ভিজতে পারে দক্ষিণবঙ্গ।
বৈশাখ মাসে কালবৈশাখী স্বাভাবিক। কিন্তু নিম্নচাপের জেরে বৃষ্টি বড় একটা দেখা যায়না। এবার দফায় দফায় ঘূর্ণাবর্ত বৈশাখে মাঝেমধ্যেই বেশ একটা বর্ষার আবহ তৈরি করে দিয়েছে। যে সময় মানুষের গরমে হাঁসফাঁস করার কথা, সেসময়ে ঠান্ডা বাতাস আর বৃষ্টি মেজাজই বদলে দিয়েছে। লকডাউনে বাড়িবন্দি মানুষ বৃষ্টিতে তোফা ছুটির মুডেই কদিন কাটিয়েছেন। এবার যদিও চড়া গরমই চাইছেন মানুষজন।
বারবার বিজ্ঞানীরা একটা বিষয় সামনে আনছেন। গরম বাড়লে করোনা কমবে। গ্রীষ্ম যত প্রখর হবে করোনা তার শক্তি হারাবে। বিজ্ঞানীদের দাবি, করোনা প্রবল গরমে নিস্তেজ হয়ে পড়ে। এই রিপোর্ট সামনে আসার পর থেকেই গোটা ভারত গরমের দিকে চেয়ে আছে। অনেকেই মনে করছেন কষ্ট হয় হোক, তবু করোনা তো থিতিয়ে যাবে। করোনার বাড়বাড়ন্ত থমকে যাবে। কিন্তু পশ্চিমবঙ্গে তেমন সম্ভাবনা এ সপ্তাহে খুব একটা নেই। কারণ পূর্বাভাস তাই বলছে।