রাজ্যের ৭ জেলায় আগামী ৬ দিন প্রবল বৃষ্টির পূর্বাভাস
রাজ্যের ৭টি জেলায় আগামী ৬ দিন প্রবল বৃষ্টি হবে। পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।
কলকাতা : এমনিতেই প্রবল বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তিস্তায় হলুদ সতর্কতাও জারি হয়। সিকিমের পাহাড় থেকে জল নেমে প্লাবনের আশঙ্কা ক্রমশ মাথাচাড়া দিচ্ছে। লাগোয়া অসমের একটা বড় অংশ ব্রহ্মপুত্র সহ বেশ কিছু নদীর জলে ইতিমধ্যেই প্লাবনের শিকার হয়েছে। উত্তরের অনেক নদীই ফুঁসছে। এই অবস্থায় কার্যত মরার ওপর খাঁড়ার ঘায়ের পূর্বাভাস শোনাল আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গে ৭টি জেলায় আগামী ৬ দিন প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা ও উত্তর দিনাজপুর, এই ৭টি জেলায় সবচেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে আগামী ৭ দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। যা এখানকার স্বাভাবিক জনজীবনে প্রভাব ফেলতে পারে।
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টির জেরে পাহাড়ে ধস নামা শুরু হয়েছে। ধসের জেরে রিমবিক ও লোধামা এলাকার মধ্যে যে গুরুত্বপূর্ণ লিঙ্ক রোড রয়েছে তা বিচ্ছিন্ন হয়ে গেছে। গত রবিবার সন্ধেয় রাস্তায় ধস নামে। তারপর থেকে বিচ্ছিন্ন রাস্তা। ধস নেমে রাস্তা বন্ধ হয়ে গেলেও কোনও হতাহতের খবর নেই। তবে নতুন তৈরি রাস্তার বেশি কিছুটা অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী কদিন এই জেলাগুলিতেও বৃষ্টি হবে। কলকাতায় গত রবিবার দফায় দফায় বৃষ্টি হয়। বিকেলে প্রবল বৃষ্টি হয় অনেক জায়গায়। লাগোয়া জেলাগুলিতেও বৃষ্টি হয়। সোমবার বৃষ্টি অত না হলেও সারাদিনই আকাশ ছিল কমবেশি মেঘলা। মাঝে সামান্য সময় রোদের দেখা মেলে।