বঙ্গোপসাগরের ওপর সৃষ্টি হয়েছে একটি গভীর নিম্নচাপ। যার জেরে দক্ষিণবঙ্গে একটানা বৃষ্টি শুরু হয়েছে। নিম্নচাপটি এত আস্তে আস্তে সরছে যে আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টি কমার তেমন কোনও সম্ভাবনা দেখছেন না আবহবিদরা। তবে দিন দুয়েক পর থেকে তা বিহার ও ঝাড়খণ্ডের দিকে সরতে শুরু করবে। তারপরই দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রকোপ কমতে থাকবে।
এদিকে বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপটি শক্তিশালী হওয়ায় মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে মানা করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, আগামী সোমবার থেকে উত্তরবঙ্গেও একটানা বৃষ্টি শুরু হবে। সবচেয়ে বেশি প্রভাব পড়বে মালদা ও দক্ষিণ দিনাজপুরের ওপর।