নিম্নচাপের জেরে রবিবার থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা, চলবে বুধবার পর্যন্ত
বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের প্রভাবে রাজ্যে রবিবার থেকে শুরু হতে পারে বৃষ্টি। এমনই পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।
কলকাতা : উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি নিম্নচাপ, যা রবিবার থেকে এ রাজ্যে সক্রিয় হবে। শুরু হবে বৃষ্টি। রবিবার এই নিম্নচাপটি উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি ঝরাবে। অর্থাৎ পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় বৃষ্টি হবে। ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।
এই ৩ জেলার পাশাপাশি এই জেলাগুলি সংলগ্ন জেলাতেও বৃষ্টি হবে। বৃষ্টি হবে কলকাতাতেও। কোথাও মাঝারি তো কোথাও ভারী বৃষ্টি হবে রবিবার জুড়েই। সোমবার নিম্নচাপটি কিছুটা সরে যাবে পশ্চিমের দিকে।
নিম্নচাপটি পশ্চিমে সরে সোমবার মূলত বৃষ্টি ঝরাবে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের মত জেলাগুলিতে। এখানে ওইদিন মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। ফলে দক্ষিণবঙ্গে এই ২ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে।
উত্তরবঙ্গেও থাকছে বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার, এই ৫ জেলায় ভারী বৃষ্টি শুরু হবে মঙ্গলবার থেকে। মঙ্গলবার প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে। পরদিন বৃষ্টি হবে ২ দিনাজপুর ও মালদাতেও।
বুধবারের পর রাজ্যের আবহাওয়া ফের বৃষ্টি মুক্ত হবে বলেই মনে করা হচ্ছে।
এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রবিবার থেকে বৃষ্টির পূর্বাভাস থাকলেও মেঘের একটু একটু করে সঞ্চার কিন্তু শুরু হয়েছে। শুক্রবার বেশ কিছু জায়গায় বৃষ্টিও হয়। তবে তা খুব বেশি নয়।
বৃষ্টি সপ্তাহান্তে হওয়ায় সমস্যা কম। কিন্তু তা যদি সপ্তাহের শুরুতেও বজায় থাকে তবে স্বাভাবিক কর্মজীবনে তার প্রভাব পড়ে। নিউ নর্মাল জীবনে এখন সবই প্রায় খুলে গিয়েছে। কর্মব্যস্ততাও বেড়েছে। এই পরিস্থিতিতে বৃষ্টি কিছুটা হলেও সোমবার থেকে সমস্যা সৃষ্টি করতে চলেছে।
এবার দেশ জুড়ে স্বাভাবিক বর্ষার পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। এ রাজ্যে বর্ষা ঋতু পার করে এখন শরৎকালও মধ্যগগনে। তবে ভারতে বর্ষা আসলে হয় ৪ মাস ধরে। জুন, জুলাই, অগাস্ট ও সেপ্টেম্বরকে বর্ষার সময় ধরা হয়। সেই সময়কাল প্রায় শেষ হওয়ার মুখে।
এই অবস্থায় পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশের যেটুকু বর্ষার ঘাটতি রয়েছে তা এই নিম্নচাপগুলি পূরণ করে দেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।