কলকাতায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা, দক্ষিণবঙ্গের অন্য জেলাতেও
কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার জন্য সতর্কবার্তা জারি করল আবহাওয়া দফতর। ফলে রবিবারটা বৃষ্টি ভেজা দিন হিসাবেই কাটতে চলেছে বলে মনে করা হচ্ছে।
শনিবারও প্রবল বৃষ্টি হয়েছে কলকাতা সহ আশপাশের জেলাগুলিতে। রবিবারও ভোর থেকে বৃষ্টি নামে। বৃষ্টির জেরে রবিবার সকালে বাজারগুলি ছিল অপেক্ষাকৃত ফাঁকা। কিছু মানুষ ছাতা হাতে বাজার করতে বেরিয়েছিলেন।
এখন প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। রবিবার কলকাতায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। আকাশ থাকবে মেঘলা।
বৃষ্টি যে হবে তা রবিবার সকাল থেকেই টের পেয়েছেন সকলে। আকাশে পুরু মেঘের আস্তরণ বলে দিচ্ছে বৃষ্টি সহজে থামার নয়। তবে প্রবল বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
কলকাতায় বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার জন্যই জারি হয়েছে সতর্কবার্তা। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় একইভাবে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া বীরভূম ও মুর্শিদাবাদের কিছু জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
শ্রাবণ প্রায় শেষের পর্যায়ে। আর শ্রাবণের ধারাপাত যে এমনটাই হয় তা সকলেরই জানা। ফলে এই বৃষ্টি কোনও অস্বাভাবিক বৃষ্টি নয়। বরং স্বাভাবিক।
অগাস্ট মাস জুড়ে গোটা দেশেই স্বাভাবিক বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। যদিও এখনও করোনা বিদায় নেয়নি। ফলে বাইরে প্রয়োজন ছাড়া বার হতে মানাই করছে প্রশাসন।
তবু রবিবার প্রয়োজনে যাঁদের কোনও কারণে বাইরে যাওয়ার কথা ছিল তাঁরা এদিন সকালে আকাশের চেহারা দেখে সব পরিকল্পনা বাতিল করেন।