
বর্ষা নামলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই। কিন্তু রাজ্যের উত্তরপ্রান্তের চেহারাটা একদম আলাদা। আলিপুরদুয়ার জুড়ে বেশ কয়েকদিন ধরে চলছে বৃষ্টি। সঙ্গে যোগ দিয়েছ ভুটানের একটানা বৃষ্টি। দুয়ে মিলে ক্রমশ জল বাড়ছে আলিপুরদুয়ারের বিভিন্ন ব্লকে। সবচেয়ে শোচনীয় অবস্থা কালচিনি ব্লকের। এখানকার বহু এলাকা জলের তলায় চলে গেছে। ভেঙে গেছে পোতেঝরা সেতু। বৃষ্টি চলতে থাকায় অবস্থা ক্রমশ ভয়ংকর চেহারা নিচ্ছে। জল বাড়তে থাকায় ব্যবস্থা নিতে শুরু করেছে প্রশাসন। বহু মানুষ গ্রাম ছেড়ে অন্যত্র চলে গেছেন। এদিকে একটানা গরমে নাজেহাল থাকার পর শিলিগুড়িতে এদিন সকাল থেকেই আকাশ কালো করে বৃষ্টি নামে। প্রবল বৃষ্টিতে জনজীবন কিছুটা থমকে গেলেও তাতে কোনও আপত্তি নেই বাসিন্দাদের। একটানা গরম থেকে রেহাই মেলায় খুশি তাঁরা। এলাকার চাষের জন্যও এই বৃষ্টির দরকার ছিল বলে জানিয়েছেন তাঁরা।