ছোটবেলায় ক্যারাম খেলেনি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। তবে ক্যারামকে কেরিয়ার করতে বড় একটা দেখা যায়না। যদিও রাজ্যজুড়ে ক্যারাম এখন যথেষ্ট জনপ্রিয় খেলা। বাড়ি থেকে ক্লাব, সর্বত্রই ক্যারামের একটা জনপ্রিয়তা আজও বর্তমান। বাংলার সেই জনপ্রিয় খেলার রাজ্যস্তরের প্রতিযোগিতার আসর বসছে হাওড়ায়। আগামী ২২ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত অল বেঙ্গল ক্যারাম চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে হাওড়ার বৃন্দাবন নেতাজি বালক সংঘে। ২৯ ইঞ্চি বোর্ডের এই প্রতিযোগিতার আয়োজন করেছে ২৯ ইঞ্চি ক্যারাম অ্যাকাডেমি।
বর্তমানে বিশ্ব জুড়েই স্বীকৃত ২৯ ইঞ্চি বোর্ড বা ছোট বোর্ডের ক্যারাম। ভারত এই খেলায় বরাবরই বিশ্বে সেরার আসন দখলে রেখে আসে। ৪ বছর অন্তর হয় বিশ্ব চ্যাম্পিয়নশিপ। দেশের অন্যান্য খেলার মতই ক্যারামের রাজ্যস্তর থেকে ন্যাশনাল সবই অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা ২ বিভাগেই খেলা হয়।
হাওড়ায় অনুষ্ঠিত হতে চলা রাজ্য ক্যারাম প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকেই প্রতিযোগীরা আসছেন। হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে তাঁদের মধ্যে। এই প্রতিযোগিতায় প্রতিযোগীদের সংগৃহীত পয়েন্ট পরের লেভেলে যুক্ত হবে। এবারের প্রতিযোগিতায় প্রায় ১৫০ প্রতিযোগী অংশ নিতে চলেছেন বলে দাবি করেছেন হাওড়া ডিসট্রিক্ট ক্যারাম (২৯’’) অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মদন মোহন মুখোপাধ্যায়। আসছেন শিলিগুড়ি, জলপাইগুড়ি, বীরভূম, ২ মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা সহ বিভিন্ন জেলার প্রতিযোগীরা। তারসঙ্গে থাকছেন এলআইসি, আরবিআই, এজি বেঙ্গল, ইনকাম ট্যাক্স সহ বিভিন্ন দফতরের খেলোয়াড়েরাও। তবে মদন মোহনবাবুর আক্ষেপ ক্যারামে তেমন কোনও সাহায্য তাঁরা রাজ্য সরকারের কাছ থেকে পাচ্ছেন না।