৩ রাজ্য রাজস্থান, ছত্তিসগড় ও মধ্যপ্রদেশে সরকার গঠন নিশ্চিত হওয়ার পর এবার নতুন সমস্যা কংগ্রেসে। জয়ের পর থেকেই ৩ রাজ্যের মুখ্যমন্ত্রী কে কে হবে তা নিয়ে ক্রমশ পারদ চড়ছিল কংগ্রেসের অন্দরমহলে। কারণ একটাই। গদি একটাই। দাবিদার একাধিক। এখানেই এখন কাকে ছেড়ে কাকে বাছা হবে তা নিয়ে চূড়ান্ত দড়ি টানাটানি অব্যাহত।
রাজস্থানে মুখ্যমন্ত্রীর দৌড়ে ২ প্রধান দাবিদার প্রবীণ কংগ্রেস নেতা তথা রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলৌত। অন্যদিকে একেবারে তরুণ ঝকঝকে মুখ শচীন পাইলট। যুবা মনে যাঁর জায়গা যথেষ্ট ভাল রাজস্থানে। জয়ের আনন্দ ভুলে এখন রাস্তায় নেমে একদিকে শচীন পাইলটের অনুগামীরা সোচ্চার হয়েছেন শচীনকে মুখ্যমন্ত্রী করার দাবিতে। অন্যদিকে অশোক গেহলৌতের অনুগামীরা হৈচৈ জুড়েছেন তাঁদের নেতাকে মুখ্যমন্ত্রী বানাতে হবে। এমন পরিস্থিতি হয়েছে যে কংগ্রেসের জয় ভুলে দুপক্ষের অনুগামীরা জয়পুরে এদিন দলীয় কার্যালয়ের সামনে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
এদিকে রাজস্থানে মুখ্যমন্ত্রী কে হবেন আপাতত সে সিদ্ধান্ত সকলেই ছেড়ে দিয়েছেন কংগ্রেস হাইকমান্ডের হাতে। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সিদ্ধান্তের অপেক্ষায় সকলে। রাহুল এদিন জানান, কথা হচ্ছে। দলীয় বিধায়ক থেকে কর্মী সকলের মন বোঝার চেষ্টা হচ্ছে। সেইমত মুখ্যমন্ত্রী বেছে নেওয়া হবে। দ্রুতই সব রাজ্যের মুখ্যমন্ত্রী কে হচ্ছে জানতে পারবেন বলে সাংবাদিকদের আশ্বস্ত করেছেন তিনি।
এদিকে রাজস্থানের মতই মধ্যপ্রদেশে টানটান দ্বন্দ্ব সেই নবীন প্রবীণে। একদিকে প্রবীণ কংগ্রেস নেতা কমল নাথ যেমন মুখ্যমন্ত্রী পদের অন্যতম দাবিদার। তেমনই আবার কংগ্রেসের একদল চাইছে যুব নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে মুখ্যমন্ত্রী পদে। এখানেও রাহুলের হাতেই সিদ্ধান্ত সমর্পিত হয়েছে। তবে যেটুকু খবর এখানে কমল নাথের পাল্লাই ভারী।
ছত্তিসগড়ে দুরন্ত জয়ের পর এখন কংগ্রেসের অন্দরে টানটান উত্তেজনা। এখানেও মুখ্যমন্ত্রী পদে দাবিদারের দৌড়ে এগিয়ে ২ জন। একজন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেশ বাঘেল। অন্যজন বিজেপি ক্ষমতায় থাকাকালীন বিরোধী দলনেতা টিএস সিংদেও। এখানেও শেষ কথা বলবেন রাহুল গান্ধীই। শোনা যাচ্ছে বৃহস্পতিবার সন্ধের মধ্যেই পরিস্কার হয়ে যাবে ৩ রাজ্যের ছবিটা। সে নাম যারই ঘোষণা হোক অন্যজন কি তা ভালভাবে মেনে নেবেন? নাকি ২০১৯-এর আগে লড়ে জেতা এই রাজ্যগুলিতে দলের মধ্যেই চোরাস্রোত বইবে? এর উত্তর জানতে অপেক্ষা ছাড়া গতি নেই।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)