বিভিন্ন সময়ে তাঁকে তাঁর মা সনিয়া গান্ধী বা দাদা রাহুল গান্ধীর জন্য প্রচারে অংশ নিতে দেখা গেছে। কিন্তু মূল ধারার রাজনীতির সঙ্গে তাঁর যোগ সেই অর্থে ছিলনা। এবার সেটা হল। কংগ্রেসের সাধারণ সম্পাদক হলেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। সেই সঙ্গে লোকসভা নির্বাচনের মুখে দায়িত্ব পেলেন পূর্ব উত্তরপ্রদেশে দলের দায়িত্ব সামলানোর। বুধবার বোনকে কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসাবে বেছে নেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। লোকসভা নির্বাচনের মুখে এটাই কংগ্রেসের মাস্টার স্ট্রোক হিসাবেই নিচ্ছে রাজনৈতিক মহল।
২ সন্তানের জননী প্রিয়াঙ্কা এতদিন আমেঠি ও রায়বরেলির মধ্যে নিজেকে সীমাবদ্ধ রেখেছিলেন। এবার কিন্তু তিনি মূল ধারার রাজনীতির অঙ্গ হয়ে পড়লেন। এদিন বোন প্রিয়াঙ্কাকে দলের সাধারণ সম্পাদক করে পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্ব সঁপে রাহুল গান্ধী বলেন, এটা দলের একটা বড় পদক্ষেপ। কংগ্রেসের মতাদর্শকে ছড়িয়ে দিতে প্রিয়াঙ্কা বড় ভূমিকা নেবেন। যদিও সেই সঙ্গে ফুটনোটের মত যোগ করে দেন, কংগ্রেস উত্তরপ্রদেশে বিজেপিকে হারাতে সপা-বসপা জোটের পাশেই থাকবে। যাতে কোনও ভুল বোঝাবুঝি না হয় সে রাস্তাও পরিস্কার করে রাখলেন তিনি। এখন এই দায়িত্ব প্রিয়াঙ্কা গান্ধী বঢরা কীভাবে সামলান সেদিকে চেয়ে থাকবে দেশের রাজনৈতিক মহল।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)