এটা কোনও বাজেট নয়। এটা আসলে ভোটারদের মন জয় করার লক্ষ্যে তৈরি বিজেপির লোকসভা ভোটের ইস্তেহার। শুক্রবার কেন্দ্রের অন্তর্বর্তী বাজেট পেশের পর এভাবেই আক্রমণ হানল কংগ্রেস। তাদের দাবি, এই বাজেটে মোদী সরকার কেমন কাজ করেছে তার কোনও রিপোর্ট পেশ হয়নি।
লোকসভায় কংগ্রেসের নেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, আসন্ন নির্বাচনকে মাথায় রেখে এই বাজেট ভোটারদের ঘুষ দেওয়ার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। মল্লিকার্জুন এদিন সুর চড়িয়ে বলেন, মোদী সরকার ৫ বছরে কেমন কাজ করল, কতটা প্রতিশ্রুতি রক্ষা করল, ৫ বছরে ১০ কোটি কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতির কী হল, প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে যাওয়ার কী হল, সেসব বিষয়ে মৌন থেকেছে এই বাজেট।
কেন ভোট অন অ্যাকাউন্ট পেশ না করে পূর্ণ বাজেট পেশ করা হল তা নিয়েও প্রশ্ন তুলেছেন কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা। তিনি দাবি করেন এই বাজেট পেশ করে মানুষকে বোকা বানানো হচ্ছে। কারণ যে সরকার বাজেট পেশ করল তার মেয়াদ আগামী মে মাস পর্যন্ত। সেখানে কীভাবে একটা এক বছরের বাজেট পেশ করল তারা? কীভাবে বছরভরের প্রতিশ্রুতি দিল? এভাবে মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে বলে দাবি করেন মল্লিকার্জুন খাড়গে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)