সোমবার আনুষ্ঠানিকভাবে রাহুল গান্ধীকে দলের সভাপতি হিসাবে ঘোষণা করল কংগ্রেস। মা সনিয়া গান্ধীর হাত থেকে দলের ভার এদিন কাঁধে তুলে নেন ৪৭ বছরের রাহুল। গত ১৯ বছর ধরে কংগ্রেসের সভানেত্রীর দায়িত্ব পালন করার পর অবশেষে ছেলের হাতে সেই দায়িত্ব এদিন অর্পণ করলেন সনিয়া গান্ধী।
২০১৯-এ লোকসভা নির্বাচন। তার আগে এখনও কংগ্রেস হারানো জমি ফিরে পেয়েছে এমন একেবারেই নয়। দলের সেই ক্রাইসিস মুহুর্তে এই গুরুদায়িত্ব পালন যে তাঁর জন্য নেহাত সহজ কাজ হবে না তা মেনে নিচ্ছে রাজনৈতিক মহল। দলে তারুণ্যকে গুরুত্ব দিয়ে বর্ষীয়ান নেতৃত্বের মধ্যে সামঞ্জস্য রক্ষা করে চলা রাহুলের জন্য বড় চ্যালেঞ্জ। আগামী দিনে তাঁর নেতৃত্বেই পথ চলতে চলেছে ১৩১ বছরের পুরনো কংগ্রেস। এই মুহুর্তে ব্যাকফুটে থাকা দলকে বিজেপির সঙ্গে লড়াই করে ফের উপরে তুলে আনার জন্য রাহুলের পথচলা খুব মসৃণ হবে না বলাইবাহুল্য।