Feature

রেডিওতে সবচেয়ে বেশি চিঠি গেছে এই শহর থেকেই, এ শহরের আসল চমক তার নামে

এ শহরের নামটা একবার বললে সকলেই একসঙ্গে বলে উঠবেন চিনি তো! এ শহরের মানুষের নেশা ছিল রেডিওতে চিঠি পাঠানো। শহরে ধনী মানুষের অভাব নেই।

ভারতের প্রধান কয়েকটি শহর বাদ দিলে সব জায়গার নাম বললেই সকলে চিনবেন এমনটা নয়। কিন্তু তার মধ্যেও দুএকটি ছোট্ট শহর থেকে যায় যার নাম বললে সকলে একসঙ্গে বলে উঠবেন চিনি তো!

চিনি বলতে হয়তো সেখানে কখনও যাননি, কোথায় সেটাও হয়তো অনেকের সঠিকভাবে জানা নেই। কিন্তু নামে চেনা এ শহর।


শহরের নাম ঝুমরি তলাইয়া। যে শহরকে চিনে বা না চিনেই সকলে এই নামটা চেনেন। এই ঝুমরি তলাইয়া কিন্তু ঝাড়খণ্ডের কোডারমা জেলার অন্যতম শহর।

কোডারমা রেলস্টেশনে নেমে এখানে পৌঁছতে হয়। ঝুমরি তলাইয়া একসময় বিখ্যাত ছিল তার চিঠির জন্য। রেডিও শিলং এবং বিবিধ ভারতীতে এই শহর থেকে সবচেয়ে বেশি গান শোনানোর অনুরোধের চিঠি যেত।


এমন বহু মানুষ এই শহরে থাকতেন যাঁরা প্রতিদিন নিয়ম করে রেডিওতে চিঠি পাঠাতেন। ফলে ঝুমরি তলাইয়া শহরের ডাকঘর সদা ব্যস্ততায় কাটাত। অধিকাংশ চিঠিই এসে পড়ছে রেডিও স্টেশনে পাঠানোর জন্য।

ঝুমরি তলাইয়া কিন্তু বিখ্যাত আরও একটি কারণে। এখানকার অভ্র খনির জন্য। ব্রিটিশরা যখন রেললাইন পাতছিল তখনই এখানে খননের ফলে খোঁজ মেলে মাটির তলার বিপুল অভ্র সম্ভারের।

এই অভ্র খনি এই শহরের বহু মানুষকে ধনী মানুষে পরিণত করে। যথেষ্ট অর্থবান মানুষের বাস এই ঝুমরি তলাইয়াতে। যেখানে গেলে সেখানকার কালাকান্দ না চেখে ফেরাটা নেহাতই মস্ত ভুল।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button