রাজ্যের ২টি লোকসভা কেন্দ্র ও ১টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিরোধীদের কার্যত নকআউট করে দিল তৃণমূল। মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে সিপিএম, কংগ্রেস ও বিজেপি প্রার্থীদের জামানত জব্দ হয়েছে। ১ এর ৬ শতাংশ ভোটও না পাওয়ায় জামানত জব্দ হয়েছে তিন হেভিওয়েট বিরোধী দলের। এই কেন্দ্রে সজল পাঁজার অকাল প্রয়াণের পর সেখানে উপনির্বাচনে প্রার্থী হন তাঁর ছেলে সৈকত পাঁজা। এদিন ফলাফল ঘোষণার পর দেখা যায় ১ লক্ষ ২৭ হাজার ১২৭ ভোটে জিতেছেন তৃণমূল প্রার্থী। জয়ের পর তিনি জানান, ভোটের সময় ভোট চাইতে মানুষের দরজায় দরজায় গিয়েছিলেন। এবার ফের তাঁদের দরজায় হাজির হবেন তিনি। জয়ের জন্য তাঁদের অভিনন্দন জানাতে।
অন্যদিকে হলদিয়া লোকসভা কেন্দ্রে ভাই দিব্যেন্দু অধিকারীর বিপুল জয়ের পর সবুজে সবুজ গোটা হলদিয়া। এখানে তাঁর জয়ের কাণ্ডারি অবশ্যই দাদা শুভেন্দু অধিকারী। ফলাফল ঘোষণার পর দেখা যায় দিব্যেন্দুবাবুর প্রাপ্ত ভোট ৭ লক্ষ ৭৯ হাজার ৫৯১টি। জয়ের ব্যবধান ৪ লক্ষ ৯৭ হাজার ৫২৫। যা এককথায় রেকর্ড। একইভাবে কোচবিহারেও প্রায় ৪ লক্ষের কাছে ব্যবধান নিয়ে জয়ী তৃণমূল প্রার্থী। সব মিলিয়ে রাজ্যে তৃণমূল ঝড়ে কার্যত ধুলোয় মিশে গেল সিপিএম, কংগ্রেস, বিজেপি।