কংগ্রেসে বড় ধাক্কা, তৃণমূলে যোগ দিলেন সুস্মিতা দেব
তৃণমূল এখন চাইছে ত্রিপুরায় নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতে। আর সেই লক্ষ্যে আরও একটু আগুয়ান হল তারা। দলে পেল সুস্মিতা দেবকে।
বাবা ছিলেন এক অবিস্মরণীয় নেতা। কংগ্রেস নেতা সন্তোষ মোহন দেব এক সময় ভারতীয় রাজনীতির এক অন্যতম নক্ষত্র ছিলেন। তাঁর মেয়ে সুস্মিতা দেবও এক সময় অসমের শিলচর থেকে জিতে কংগ্রেস সাংসদ হন। ছিলেন জাতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রীও।
৩০ বছর টানা কংগ্রেসের ঘরে কাটিয়েছেন সুস্মিতা। সেই সুস্মিতা দেব এবার যোগ দিলেন তৃণমূলে। স্বাধীনতা দিবসের দিনই তিনি কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দেন। তার পরদিন সোমবারই হাজির হন কলকাতায়।
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। সঙ্গে ছিলেন ডেরেক ও’ব্রায়েন।
অভিষেকের সঙ্গে সুস্মিতার ১ ঘণ্টার ওপর কথা হয়। তারপরই তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তৃণমূল কংগ্রেসে সুস্মিতা দেবের এই যোগদানের ছবি সোশ্যাল মিডিয়ায় সামনে আসে।
তৃণমূলে যোগ দিয়েই সুস্মিতা হাজির হন নবান্নে। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। সেখানে বেশ কিছুক্ষণ কথা হয় ২ জনের।
তৃণমূল কংগ্রেস এবার দেশের অন্য রাজ্যেও ছড়িয়ে পড়তে চাইছে। সেই লক্ষ্যে সবচেয়ে সামনে রয়েছে অসম ও ত্রিপুরার নাম।
ত্রিপুরায় তৃণমূল বেশ কয়েকদিন ধরেই পায়ের তলার মাটি শক্ত করার লড়াই চালাচ্ছে। অসমেও পায়ের তলায় শক্ত জমি চাইছে ঘাসফুল।
এই লক্ষ্যে ছুটতে গেলে অসম, ত্রিপুরাকে ভাল করে চেনা দীর্ঘদিনের নেত্রী সুস্মিতা দেব ঘাসফুলের জন্য একটা বড় হাতিয়ার। সুস্মিতা দেবকে তৃণমূল কীভাবে কাজে লাগাতে চলেছে তা এখনও পরিস্কার নয়।
তবে তৃণমূল যে অসম ও ত্রিপুরায় জমি শক্ত করতে সুস্মিতাকে কাজে লাগাতে চলেছে তা মেনে নিচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা। অন্যদিকে সুস্মিতা দেবের মত একজন নেত্রীর দল ছাড়া কংগ্রেসের জন্য যে ফের এক বড় ধাক্কা তাতে সন্দেহ নেই।