সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির বিরুদ্ধে বৃহস্পতিবারও রাস্তায় নামল তৃণমূল। এদিন দুপুর ১২টা ২০ নাগাদ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সামনে বিটি রোড অবরোধ করে তৃণমূল ছাত্র পরিষদের কর্মী-সমর্থকেরা। অবরোধে স্তব্ধ হয়ে যায় গুরুত্বপূর্ণ বিটি রোড। প্রায় ৪০ মিনিট পর অবরোধ ওঠে। শুরু হয় যান চলাচল। এদিন সকালে বাগবাজারেও পথ অবরোধ করা হয়। বিশাল মিছিল বার হয় বাগবাজার থেকে। শেষে হয় পোস্তায়। এছাড়া রাজ্যের বিভিন্ন জায়গায় রেল অবরোধের ঘটনাও ঘটেছে। দক্ষিণ ২৪ পরগনার মল্লিকপুরে ট্রেন অবরোধ করা হয়। রেল অবরোধ হয় নিউ কোচবিহার স্টেশনেও। এছাড়া আসানসোলে রাস্তা অবরোধ করে টায়ার পোড়ান তৃণমূল কর্মীরা। এদিকে সেন্ট্রাল অ্যাভিনিউতে বিজেপির সদর কার্যালয়ে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে বিজেপি দফতর।