গতকাল প্রধানমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন তাঁরা। এদিন সকালে বিক্ষোভ দেখানো শুরু করেন প্রধানমন্ত্রীর দফতরের সামনে। বেশ কিছুক্ষণ এভাবে বিক্ষোভ প্রদর্শনের পর নিরাপত্তা বলয় অতিক্রম করে প্রধানমন্ত্রীর দফতরের চত্বরে ঢুকে পড়েন তৃণমূল সাংসদরা। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিতে দিতে দফতরের মধ্যে প্রবেশ করার চেষ্টা করেন তাঁরা। তাঁদের আটকাতে সাধারণ নিরাপত্তা রক্ষীদের সঙ্গে চলে আসেন প্রধানমন্ত্রীর দফতরের নিজস্ব সুরক্ষাকর্মীরা। শুরু হয় ধস্তাধস্তি। তৃণমূল সাংসদরা নোট বাতিলের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসারও অভিযোগ করেন তাঁরা। এদিকে তৃণমূল সাংসদদের আটকাতে শক্তি প্রদর্শন করার অভিযোগ উঠেছে নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে। তৃণমূলের মহিলা সাংসদের অভিযোগ তাঁদের পুরুষ পুলিশ দিয়ে ধাক্কা দেওয়া হয়। কোনও মহিলা পুলিশ ছিলনা কেন তা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা। এদিকে তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে টেনে হিঁচড়ে গাড়িতে তোলা হয়। প্রসূনবাবু জানান তাঁর আঘাত লেগেছে। দেহের অনেক জায়গা ছড়ে গেছে। ধাক্কার অভিযোগ তোলেন অন্যান্য সাংসদরাও। পরে তৃণমূল সাংসদদের আটক করে বাসে করে নিয়ে যাওয়া হয় মন্দিরমার্গ পুলিশ স্টেশনে।