সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির প্রতিবাদে সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সের সামনে শুরু হল তৃণমূলের ধর্না। উপস্থিত ছিলেন বিধায়ক সুজিত বোস সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এদিন দিনভরই চলে অবস্থান। হাজির ছিলেন বহু তৃণমূল কর্মী, সমর্থক। বিক্ষোভ হয় ভুবনেশ্বরেও। এছাড়া নোট বাতিল ও দলের নেতাদের গ্রেফতারির প্রতিবাদে দিল্লির সাউথ অ্যাভিনিউতে বিক্ষোভে সামিল হন তৃণমূল সাংসদরা। এছাড়াও দেশের ৯টি রাজ্যে তৃণমূল বিক্ষোভে সামিল হয়। এদিন রাজ্যের বিভিন্ন কোণাতেও বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। জলপাইগুড়ি, আসানসোল, ক্যানিং, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, হুগলি সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ অবস্থান পালন করেন তৃণমূল নেতাকর্মীরা। এদিন রিজার্ভ ব্যাঙ্কের সামনেও একটি পৃথক বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিল তৃণমূল। সেখানে উপস্থিত ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, তাপস রায়, সুব্রত মুখোপাধ্যায় সহ বহু তৃণমূল নেতা। রিজার্ভ ব্যাঙ্কের সামনে ধর্না অবশ্য ছিল নোট বাতিলের বিরুদ্ধে। এদিকে এদিন সারদা মামলায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে গিয়েছিলেন প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। সেসময়ে তৃণমূলের ধর্না চলছিল। ফলে সিজিও কমপ্লেক্সের সামনের গেট দিয়ে না ঢুকে তিনি পিছনের গেট দিয়ে ভেতরে ঢোকেন। আবার সেই পথেই বেরিয়ে যান।