
মুর্শিদাবাদ মানেই অধীর চৌধুরী। বাম আমল তো বটেই, এমনকি তৃণমূল আমলেও সেই ‘মিথ’ বদলায়নি। সারা রাজ্য দখলে রাখতে পারলেও অধীর চৌধুরীকে সরিয়ে মুর্শিদাবাদে নিজেদের প্রতিপত্তি প্রতিষ্ঠা করা কঠিন বলে মেনে নিতেন সকলেই। কিন্তু সেই অধীর সাম্রাজ্যেই এবার চিড় ধরানো শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। এদিনও মুর্শিদাবাদ জেলা পরিষদের ৮ কংগ্রেস সদস্য তৃণমূলে যোগ দিলেন। যোগ দিলেন ১ সিপিএম ও ১ ফরওয়ার্ড ব্লক সদস্যও। এঁদের তৃণমূলের প্রাথমিক সদস্যপদ দিয়ে দলে স্বাগত জানান মন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন ১০ সদস্য দলে আসায় মুর্শিদাবাদ জেলা পরিষদে তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯ জন। ৭০ আসন বিশিষ্ট মুর্শিদাবাদ জেলা পরিষদ দ্রুতই তাঁদের দখলে আসতে চলেছে বলে এদিন আশা প্রকাশ করেন শুভেন্দুবাবু।