
নারদ নিয়ে অপপ্রচার চলছে। এই অভিযোগে এবার পথে নামল তৃণমূল। বৃহস্পতিবার কলেজ স্কোয়ার থেকে প্রতিবাদ জানিয়ে মিছিল বার করে মহিলা তৃণমূল কংগ্রেস। মিছিলের নেতৃত্ব দেন মন্ত্রী শশী পাঁজা, তৃণমূল নেত্রী তথা প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সহ অনেকে। বহু মহিলা কর্মী সমর্থক এই মিছিলে যোগ দেন। সাধারণত কলেজ স্কোয়ার থেকে মিছিল বিধান সরণি হয়ে এস এন ব্যানার্জী রোড হয়ে ধর্মতলা পৌঁছয়। কিন্তু এদিন রুট ছিল আলাদা। মিছিল সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে পৌঁছয় ধর্মতলায়। এদিকে শুধু মহিলা তৃণমূলের মিছিল দিয়েই শেষ হচ্ছেনা নারদ প্রতিবাদ। আগামী শুক্রবার শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবে তৃণমূল।