কয়েকদিন আগেই তাঁদের বাড়ি এসে পাত পেড়ে মধ্যাহ্নভোজন সেরে গেছেন বিজেপি সভাপতি অমিত শাহ। নকশালবাড়িতে বিজেপি সমর্থক পরিবার হিসাবে তারপর থেকেই পরিচিত মুখ রাজু ও গীতা মাহালী। সেই রাজু ও গীতা মাহালী এদিন সকলকে অবাক করে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। মাত্র এক সপ্তাহ আগেই তাঁদের বাড়িতে এসে খেয়ে গেছেন অমিত শাহ সহ রাজ্য বিজেপির নেতা দিলীপ ঘোষ। নকশালবাড়ির সেই বিজেপি পরিবার মাত্র এক সপ্তাহের ব্যবধানে কিভাবে ১৮০ ডিগ্রি ঘুরে তৃণমূলের এতবড় সমর্থক হয়ে গেল তা নিয়ে ধন্ধে অনেকেই। যদিও তৃণমূল কার্যালয়ে এদিন বেশ ঢাকঢোল পিটিয়েই মাহালী দম্পতির হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন উত্তরবঙ্গে তৃণমূলের অন্যতম মুখ গৌতম দেব। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গীতা মাহালী জানান, তাঁদের ভাল লেগেছে তাই তৃণমূলে যোগ দিয়েছেন। যদিও তারপরই তাঁদের বেশ তাড়াহুড়ো করেই সাংবাদিকদের সামনে থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এদিন সকাল থেকেই তাঁদের বাড়ি পুলিশে পুলিশে ছয়লাপ। তাঁদের বাড়িতে এসে এদিন গৌতম দেব চা-ও খেয়ে যান। জানিয়ে দেন, স্বাধীন দেশে সব মানুষের পছন্দের দল করার অধিকার আছে। কোনও চাপের মুখে নয়, নিতান্তই সদিচ্ছায় তৃণমূলে যোগ দিয়েছেন এই দম্পতি। যদিও বিজেপি অন্য দাবি করছে। রাজ্য বিজেপির দাবি, অমিত শাহ মাহালী পরিবারে মধ্যাহ্নভোজন সারার পর থেকেই ওই পরিবারের ওপর চাপ আসছিল। গত মঙ্গলবার সন্ধের পর গোটা পরিবারই ভ্যানিস করে যায়। এদিন সকালে তৃণমূলে যোগ দেওয়ার সময় ফের তাঁদের দেখা মেলে। তৃণমূল জোর করে মাহালী পরিবারকে দলে যোগ দিইয়েছে বলে দাবি করেছে বিজেপি। এ বিষয়ে অমিত শাহের দফতরকেও বিস্তারিত রিপোর্ট পাঠাতে চলেছে রাজ্য বিজেপি।