
কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন সবংয়ের বিধায়ক মানস ভুঁইয়ার ভাই বিকাশ ভুঁইয়া। বৃহস্পতিবার তাঁকে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার বিধানসভা নির্বাচন চলাকালীন সবংয়ে খুন হন তৃণমূল কংগ্রেস কর্মী জয়দেব রাণা। সেই খুনের ঘটনায় অভিযুক্তদের তালিকায় নাম রয়েছে বিকাশ ভুঁইয়ার। তাঁকেই তৃণমূল দলে জায়গা দিল? উত্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আইন আইনের পথে চলবে, দল দলের পথে চলবে। বিকাশ ভুঁইয়া তৃণমূলে যোগ দিতে চেয়েছেন। তাঁকে দল স্বাগত জানিয়েছে। এদিন শুধু বিকাশ ভুঁইয়া বলেই নয়, সবংয়ের ২৩ জন পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূলে যোগ দেন। ফলে কংগ্রেসের হাত থেকে সবং পঞ্চায়েত সমিতি চলে এল তৃণমূলের দখলে। অন্যদিকে ডায়মন্ডহারবার ২ পঞ্চায়েত সমিতিতে সিপিএমের দখলে ছিল ১৪টি আসন। তৃণমূলের ১০টি। পঞ্চায়েত সমিতি দখলে ছিল বামেদের। এদিন সিপিএমের ৬ জন পঞ্চায়েত সমিতি সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় সেটিও তৃণমূলের দখলে চলে এসেছে।