২১ জুলাই দিনটার মাহাত্ম্য তৃণমূল কর্মী সমর্থকদের কাছে নতুন নয়। এটাই আবার তৃণমূলের বছরে একটি বৃহৎ জনসমাবেশ। ফি বছর এই সমাবেশ ঘিরে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় ধর্মতলায়। আগের দিন থেকেই শহরে আসতে শুরু করেন তৃণমূল কর্মী, সমর্থকেরা। সেই দৃশ্যই এদিন ধরা পড়েছে বিভিন্ন স্টেশনে। শিয়ালদহ স্টেশনে তৃণমূলের তরফে ক্যাম্প করা হয়। ২১ জুলাইতে যোগ দিতে বাইরে থেকে আসা মানুষ যাতে সমস্যায় না পড়েন সেদিকে নজর রাখতে ক্যাম্পে সকাল থেকেই হাজির মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। হাজির হন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও। ক্যাম্প করা হয়েছে কলকাতা স্টেশনেও।
ইতিমধ্যেই বহু মানুষ সমাবেশে যোগ দিতে একদিন আগেই কলকাতায় হাজির হয়েছেন। এঁদের অধিকাংশই দূরদূরান্তের মানুষ। তাঁদের যাতে থাকা বা খাওয়াদাওয়ার কোনও সমস্যা না হয় সেজন্য মিলন মেলা প্রাঙ্গণে তৃণমূলের তরফে থাকা খাওয়ার অস্থায়ী বন্দোবস্ত করা হয়েছে। বিভিন্ন স্টেশন থেকে বাসে করে কর্মী, সমর্থকদের মিলন মেলায় নিয়ে আসা হচ্ছে। অনেকেই এদিন সকালে এখানে এসে হাজির হন। পরে স্নান খাওয়া সেরে অনেকে এদিক ওদিক বেড়াতেও বেরিয়ে পড়েন। আগামিকাল এই মিলন মেলা থেকেই সরাসরি ধর্মতলায় হাজির হবেন তাঁরা। এদিকে ধর্মতলায় মঞ্চ বাঁধার কাজ এগোচ্ছে যুদ্ধকালীন তৎপরতায়। বিভিন্ন সময়ে তৃণমূল নেতানেত্রীরা এসে তদারকিও করেন। এদিন সন্ধ্যায় মঞ্চ তৈরির কাজ তদারকিতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবমিলিয়ে শহরে একদিন আগেই ২১ জুলাইয়ের প্রস্তুতি তুঙ্গে।