২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস মানেই একটা উৎসব। সেই উৎসবে সামিল রাজ্যের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ। ২ ঘণ্টার অনুষ্ঠান ঘিরে ২ দিনের এই উৎসবমুখর পরিবেশের সাক্ষী হল কলকাতা। গত বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছিল দূরদূরান্ত থেকে মানুষের আগমন। শুক্রবার সকাল থেকে তা জনসমুদ্রের আকার নিল। লাক্সারি বাস থেকে টেম্পো, গাড়ি থেকে সাধারণ প্রাইভেট রুটের বাস। সবই এদিন সাজানো ছিল তৃণমূলের পতাকায়। মানুষের ভিড় সওয়ার হয়েছিল ধর্মতলার পথে। বাসের মধ্যে থেকে চাল সবই ছিল মানুষে মানুষে পূর্ণ। কলকাতার সব রাস্তাতেই ছিল এক দৃশ্য। একের পর এক মানুষ বোঝাই গাড়ি চলেছে ধর্মতলার দিকে।
বহু কর্মী সমর্থক এসেছেন ট্রেনেও। ফলে স্টেশনে স্টেশনে সাধারণ দিনের তুলনায় ভিড় ছিল চোখে পড়ার মত। ভিড় ছিল লঞ্চেও। এদিন গঙ্গাবক্ষে রঙিন সাজে অনেক নৌকা, স্টিমার, ভুটভুটি দেখতে পাওয়া গেছে সকাল থেকেই। কোনওটায় তৃণমূলের পতাকা তো কোনওটা সবুজ, গেরুয়া, সাদা রঙের বেলুনে মোড়া। সব মিলিয়ে এক উৎসবের মেজাজ। সবার গন্তব্য একটাই। ধর্মতলা।