২১ জুলাইয়ের সমাবেশকে কেন্দ্র করে কলকাতায় আসা। কিন্তু সেই সমাবেশই কোথায় যেন অকাল পিকনিকের স্বাদ দিল বহু মানুষকে। শীতকালে শহর ছেড়ে দূরে কোথাও পিকনিকে মাতেন সকলে। ভরা বর্ষায় শহরে এসে পিকনিক করলেন অনেকে। বাসে করে সকলে মিলে একসঙ্গে কলকাতা আসা। তারপর আগে থেকে ব্যবস্থা করে রাখা প্যাকেট হাতে সকলে মিলে হৈহৈ করে প্রাতরাশ বা মধ্যাহ্নভোজনে মেতে ওঠা। সারা বছরের একঘেয়ে সাদামাটা জীবনে এ যেন এক খুশির পরশ।
এদিন ধর্মতলার সভামঞ্চের সামনে সকাল থেকেই মানুষের ভিড় জমতে শুরু করে। সেখানেই কোথাও দেখা মিলেছে ছৌ নাচের, কোথাও জীবনমুখী গানের, কোথাও আবার সাঁওতাল মেয়েরা নেচে উঠেছেন নিজের তালে। কেউ হাতে নিয়েছেন সাজানো তৃণমূলের কাটআউট, কারও হাতে তাঁদের প্রিয় নেত্রীর মুখ, কারও হাতে বাঁশের চেঁচাড়ির বোনা অন্য কোনও সৃষ্টি। সব মিলিয়ে কয়েক ঘণ্টার জন্য ধর্মতলা চত্বর হয়ে উঠল এক মিলন উৎসবের রংবাহারি প্রাঙ্গণ।