শনিবার সকালে মুখ্যমন্ত্রী নির্দেশে মালদহে আফরাজুল খানের বাড়িতে হাজির হয় তৃণমূলের মন্ত্রী, সাংসদদের একটি প্রতিনিধি দল। আফরাজুল খানের স্ত্রী ও মেয়ের সঙ্গে কথা হয় তাঁদের। পরিবারের হাতে আর্থিক সাহায্যও তুলে দেন তাঁরা। পরে মৃত আফরাজুল খানের পরিবারের সঙ্গে কথা বলে বেরিয়ে কড়া ভাষায় এই হত্যাকাণ্ডের নিন্দা করেন তৃণমূল নেতৃত্ব।
অমানবিক ও পৈশাচিক ঘটনা বলে ব্যাখ্যা করে এভাবে একজন মানুষকে কুপিয়ে, জ্বালিয়ে হত্যার প্রতিবাদ করেন মন্ত্রী ফিরহাদ হাকিম। পরে স্থানীয় তৃণমূল নেতা কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী সহ তৃণমূলের সাংসদ, বিধায়কদের নিয়ে একটি মিছিলে অংশ নেন তিনি। মিছিল মালদহ ডাকঘর পর্যন্ত যায়। সেখানেই রাজস্থানে আফরাজুল খানের নারকীয় হত্যার কড়া ভাষায় নিন্দা করে বক্তব্য রাখেন তৃণমূল নেতৃত্ব। এই ঘটনার জন্য বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানান তাঁরা।