বিজেপির বিরুদ্ধে অশান্তি ছড়ানোর অভিযোগ করে এদিন পাল্টা পথে নামল তৃণমূল। সকালে রাজ্যের বিভিন্ন থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি। পাল্টা দুপুরে উত্তর কলকাতার গণেশ টকিজ থেকে একটি মিছিল বার করে তৃণমূল। মিছিলের নেতৃত্বে ছিলেন মন্ত্রী শশী পাঁজা, জোড়াসাঁকোর বিধায়ক স্মিতা বক্সি সহ তৃণমূল কর্মী সমর্থকেরা। তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপি রাজ্য জুড়ে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছে। গত শুক্রবার জোড়াবাগানে তাঁদের কর্মীদের মারধর করেছে। তাই এদিন বিজেপির বিরুদ্ধে পথে নেমেছেন তাঁরা।
বিশাল মিছিল গণেশ টকিজ থেকে এমজি রোড হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে জোড়াসাঁকোয় শেষ হয়। মিছিল থেকে বিজেপি বিরোধী স্লোগানও শোনা যায়। প্রচুর কর্মী সমর্থকের বিশাল মিছিলের সামনে ও পিছনে ছিল পুলিশের বিশাল বাহিনী। যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাস্তাতেও ছিল যথেষ্ট পুলিশি নিরাপত্তা।