ভোটে ইভিএমে কারচুপির প্রসঙ্গ বারবার উঠে এসেছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল হাতেকলমে দেখিয়েছেন কীভাবে ইভিএমে কারচুপি সম্ভব। অতিসম্প্রতি ত্রিপুরা নির্বাচনে বিজেপি বিপুল জয় পেলেও বিরোধীরা এখানেও ইভিএম কারচুপির অভিযোগ তুলেছেন। এই অবস্থায় এবার ইভিএম ছেড়ে ফের ব্যালটে ভোটগ্রহণের দাবিতে সোচ্চার হল তৃণমূল কংগ্রেস। সোমবার সংসদের সামনে তৃণমূল সাংসদরা ইভিএমে ভোটগ্রহণ বন্ধ করে ফের পুরনো পদ্ধতিতে ব্যালটে ভোটগ্রহণের পক্ষে ধর্নায় সামিল হন।
শুধু ব্যালট ফেরানোই নয়, এদিন নির্বাচনী সংস্কারের পক্ষেও সওয়াল করেন তৃণমূল সাংসদরা। বুকে দাবি সম্বলিত প্ল্যাকার্ড টাঙিয়ে তৃণমূল সাংসদদের এই ধর্নায় আরও দাবি ছিল, যেসব ছোট দল নির্বাচনের ব্যয়ভার বহনের ক্ষমতা রাখে না, তাদের ভোটের ব্যয়ভার বহন করুক সরকার। এদিন বেশ কিছুক্ষণ ধর্না চালিয়ে যান তাঁরা।