
বহরমপুরের পর এবার কংগ্রেসের শক্ত ঘাঁটি পুরুলিয়ার ঝালদা পুরসভারও দখল নিল তৃণমূল। রাস্তাটা পুরানোই। ১১ আসন বিশিষ্ট ঝালদা পুরসভার ৫ জন কংগ্রেস কাউন্সিলর তৃণমূলের খাতায় নাম লিখিয়েছেন। দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন ২ বাম কাউন্সিলরও। একজন নির্দল কাউন্সিলরও একই পথে হেঁটেছেন। ফলে আপাতত এই পুরসভায় তৃণমূলের দখলে ৮টি আসন। যা ঝালদা পুরসভার দখল নেওয়ার জন্য যথেষ্ট। ইতিমধ্যেই মুর্শিদাবাদের ৭টি পুরসভার মধ্যে ৫টিই তৃণমূলের দখলে চলে এসেছে। মুর্শিদাবাদ ও কান্দি পুরসভায় টিমটিম করে জ্বলছে কংগ্রেসের সলতে। বহরমপুর পুরসভা দখলের পর যা দখলে নেওয়া তৃণমূলের বাঁ হাতের খেলা বলেই মনে করছেন রাজ্যের রাজনৈতিক মহলের একাংশ।