সংসদ চলাকালীন একের পর এক ইস্যুতে সংসদের ভিতরে যেমন সোচ্চার হয়েছেন তৃণমূল সাংসদরা। তেমনই সংসদের বাইরে সংসদ শুরু সময়ে প্রতিবাদে সোচ্চার হয়েছেন তাঁরা। ইস্যু বদলাতেও আন্দোলনের ধরণটা এক। গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে প্রতিবাদে মুখর হতে দেখা গেছে সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, ইদ্রিস আলি, ডেরেক ও’ব্রায়েন, প্রসূন বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের। সোমবার তাঁরা সংসদের সামনে ধর্না দিয়েছিলেন এয়ার ইন্ডিয়াকে বেসরকারিকরণের সিদ্ধান্তের প্রতিবাদে। মঙ্গলবারও ধর্নায় সামিল হলেন তাঁরা।
এদিন দলিত আন্দোলনের পাশে দাঁড়ালেন তৃণমূল সাংসদরা। গত সোমবার দলিত বিক্ষোভের পাশে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দলিতদের সমর্থন করে তৃণমূলের তরফে দাবি তোলা হয় যে যখন সুপ্রিম কোর্টে মামলা চলছিল তখন কেন কেন্দ্রের তরফে দলিতদের পক্ষে সওয়াল করা হয়নি? এদিন প্ল্যাকার্ড ঝুলিয়ে নিজেদের দাবি তুলে ধরার চেষ্টা করেন তৃণমূল সাংসদরা।
(ছবি – সৌজন্যে – ট্যুইটার – এআইটিসি অফিসিয়াল)