অমিত শাহ গত বৃহস্পতিবার পুরুলিয়ার লাগদা গ্রামের কয়েকটি পরিবারের সঙ্গে দেখা করেন। কথা বলেন। তার পরদিন শুক্রবার সেই পরিবারগুলির ৪ সদস্য হাজির হলেন কালীঘাটে। যোগ দিলেন তৃণমূলে। এদিন তাঁদের পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করেন তৃণমূল নেতা মদন মিত্র। সঙ্গে ছিলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন।
মদনবাবু এদিন দাবি করেন, বিজেপি সভাপতি অমিত শাহ এঁদের সঙ্গে দেখা করে তাঁদের বিজেপিতে যোগ দেওয়ার জন্য চাপ দেন। ভয় দেখান। তার পর থেকেই এঁরা ভয় পাচ্ছিলেন। তাই রাত কাটতেই শিশুবালা রাজোয়ার ও তাঁর ছেলে সঞ্জয় রাজোয়ার এবং অষ্টমী রাজোয়ার ও তাঁর ছেলে ফুচু রাজোয়ার কালীঘাটে হাজির হন। তাঁরা মুখ্যমন্ত্রীর আশ্রয় চান। পরে ফুচু রাজোয়ার বলেন, তাঁরা সদিচ্ছায় কালীঘাটে এসেছেন। মুখ্যমন্ত্রীর আশ্রয় চান। ৪ জনই এদিন বরাবর হাত জোর করে ছিলেন। পরে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন মদন মিত্র ও শান্তনু সেন।
এদিন বিজেপি সভাপতি অমিত শাহকে চম্বলের ডাকাত বলে কটাক্ষ করেন মদন মিত্র। সাফ জানান, এবার বসার জন্য কেউ চেয়ার এগিয়ে দেয়নি। পরের বার এলে রাজ্যে ঢুকতে পারবেননা অমিত শাহ। তাঁকে মানুষ আটকে দেবেন। যদিও বিজেপির দাবি, এই ৪ জন এদিন তাঁদের সদিচ্ছায় কালীঘাটে আসেননি। এঁদের তৃণমূলই ভয় দেখিয়ে জোর করে তুলে এনেছে। যদিও বিজেপির এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন মদন মিত্র।