শুক্রবার পর্যন্ত আকাশ পরিস্কার থাকলেও শনিবার সকাল থেকে কিন্তু আবহাওয়া গেছে বদলে। পূর্বাভাস ছিলই। সেইমত শনিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। শুরু হয়েছে বৃষ্টি। অতি ভারী বৃষ্টি না হলেও মাঝেমধ্যেই ঝরঝর করে নামছে ধারাপাত। সামান্য সময়ের জন্য থেমে যাচ্ছে। ফের শুরু হচ্ছে। এর মধ্যেই কিন্তু শনিবার সকাল থেকে ধর্মতলামুখী হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক কেউ ভাড়া করা বাসে, কেউ গাড়িতে, কেউ টেম্পোতে পৌঁছনোর চেষ্টা করেছেন। দূর দূর থেকে আসা অনেক বাস এতটাই ভিড়ে ঠাসা ছিল যে অনেক সমর্থক বাসের মাথায় চড়ে আসছিলেন। প্রবল বৃষ্টিতে যে যা হাতের কাছে পেয়েছেন তা দিয়ে মাথা বাঁচানোর চেষ্টা করেছেন। কেউ কেউ কিছু না পেয়ে ভিজেছেন।
একই ছবি ধর্মতলার সভা মঞ্চের সামনেও। তখনও ভোরের আলো ফোটেনি। তখন থেকেই অনেকে মঞ্চের সামনের দিকে থাকার জন্য সেখানে উপস্থিতি হয়েছেন। ঠায় বসে থেকেছেন। বারবার বৃষ্টি এসেছে। ভিজেছেন। ছাতা দিয়ে কোনওক্রমে মাথা বাঁচানোর চেষ্টা করেছেন। কিন্তু সবচেয়ে লক্ষণীয় ছিল উৎসাহ। এভাবে দফায় দফায় বৃষ্টি কিন্তু তাঁদের উৎসাহে ভাটা ফেলতে পারেনি। বরং বেলা যতই গড়িয়েছে ততই মানুষের ভিড় বেড়েছে। মঞ্চ থেকে শুধু মাথা আর মাথা দেখতে পাওয়া গেছে। এবার ২১-এর ২৫ পূর্তি। ফলে উৎসাহটাও যেন একটু বেশিই ধরা পড়েছে।