প্রতিবারই ২১শে জুলাইয়ের মঞ্চে তৃণমূল নেতা নেত্রীদের পাশাপাশি চলচ্চিত্র, টিভি, ক্রীড়া সহ বিভিন্ন জগতের বহু খ্যাতনামা মানুষের উপস্থিতি মঞ্চের জৌলুস বাড়িয়ে দেয়। এবারও তার অন্যথা হয়নি। এদিন বৃষ্টিতে ভিজেই মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব, সোহম, বনিরা। অন্যদিকে ইন্দ্রাণী হালদার এখন তৃণমূলের ঘরের লোক। তাছাড়াও উপস্থিত ছিলেন মিমি চক্রবর্তী, জুন মালিয়া, নুসরত, অরিন্দম শীল, রুদ্রনীল। এছাড়া ছিলেন গায়ক নচিকেতা, শিল্পী শুভাপ্রসন্ন, লেখক নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, লেখক আবুল বাশার, চিত্র পরিচালক হরনাথ চক্রবর্তী, ফুটবলার গৌতম সরকার সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা।
মুখ্যমন্ত্রী এদিন ৫০ মিনিট বক্তৃতা দেন। কথা বলার ফাঁকে বার বার তাঁর গলা ধরে এসেছে। কথা থামাতে বাধ্য হয়েছেন। তবে সভা শেষে তাঁর ছন্দের স্লোগান এদিনও শোনা গেছে। সভা শেষ হয়েছে জাতীয় সংগীত দিয়ে। এদিন বক্তব্য রাখা শুরু করেই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন সভা শেষে সকলে বাড়ি ফেরার সময় যেন শান্তিতে ফিরে যান। ঝড়বৃষ্টি হচ্ছে অনেক জায়গায়। যদি নিজেদের এলাকায় ঝড় বৃষ্টিতে মানুষ বিপদে পড়েন তাহলে তাঁদের পাশে থাকার নির্দেশ দেন কর্মী সমর্থকদের। সমস্যা হলে জেলা প্রশাসনকে জানানোরও পরামর্শ দিয়েছেন তিনি। রাজ্য সরকার সবরকম সাহায্য দেবে। তাঁর সরকার রাজ্যবাসীর ‘পাহারাদার’ বলে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই শব্দটাই রাজনৈতিক মহলের কানে লেগেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেকে দেশের ‘চৌকিদার’ বলেছিলেন। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সরকারকে রাজ্যবাসীর ‘পাহারাদার’ বলে দাবি করলেন।