অসমে নাগরিক পঞ্জির বিরোধিতা করে শনিবার রাজ্য জুড়ে কালা দিবস পালন করল তৃণমূল। বাদ গেল কেবল কলকাতা। গত শুক্রবার কালা দিবস পালনের কথা ঘোষণা করেছিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। ঘোষণার সময়েই তিনি জানিয়েছিলেন, শনিবার রাজ্য জুড়ে কালা দিবস পালন করা হবে। তবে বাদ থাকবে কলকাতা। কলকাতায় কালা দিবস পালিত হবে রবিবার।
সেই নির্দেশ মেনে এদিন সকাল থেকেই রাজ্য জুড়ে কালা দিবস পালন করেন তৃণমূল কর্মী সমর্থকরা। স্থানীয় নেতৃত্বের নির্দেশমতো বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা। কালো ব্যাজ, কালো পতাকা হাতে কালা দিবস পালিত হয়।
কলকাতার গা ঘেঁষা দমদম বিমানবন্দরে এদিন অমিত শাহকে কালো পতাকা দেখান তৃণমূল কর্মী সমর্থকেরা। গো ব্যাক স্লোগানও দেওয়া হয়। অমিত শাহ বিমানবন্দর থেকে বার হওয়ার যাত্রা পথ জুড়েই তাঁকে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। এছাড়াও রাজ্যের কোণায় কোণায় এদিন কালা দিবস পালিত হয়েছে।