বিজেপির সর্বভারতীয় সভাপতিকে আইনি নোটিশ পাঠালেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত ১১ অগাস্ট কলকাতায় বিজেপির মঞ্চ থেকে অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে মন্তব্য করেন তা মানহানিকর এবং কটাক্ষমূলক বলে অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
গত শনিবার মঞ্চ থেকে বিজেপি সভাপতি মন্তব্য করেন যে কেন্দ্র সরকার বাংলার উন্নয়নের জন্য যে ৩ দশমিক ৫৯ কোটি টাকা দিয়েছিল তা সিন্ডিকেটে এসে শেষ হয়ে গিয়েছে। নারদ, সারদা, রোজভ্যালি হল সিন্ডিকেটের উৎপাদন। ভাইপোর এই দুর্নীতিকে প্রতিষ্ঠা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে দাবি করেন অমিত শাহ।
এরপরই দলীয়ভাবে অমিত শাহর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হয়। সেই মত সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনি নোটিশ পাঠিয়ে ৭২ ঘণ্টার মধ্যে অমিত শাহকে নিজের বক্তব্যের স্বপক্ষে কারণ দেখানোর দাবি জানিয়েছেন।